এই মুহূর্তে জেলা

চিকিৎসার গাফিলতিতে রুগীর মৃত্যুকে কেন্দ্র করে হসপিটাল ভাঙচুর কোন্নগরে।

হুগলি, ১১ জুন:- মর্মান্তিক পরিণতি! ভাঙা হাত ঠিক করতে রোগীকে অজ্ঞান করার ইনজেকশন দেওয়ায় রোগী মৃত্যুর অভিযোগকে ঘিরে তুলকালাম কোন্নগর। কোন্নগর কাঁসারি পুকুরের বাসিন্দা বছর ৪০ এর গৃহবধূ পুতুল সাহা আজ সকালে বাড়ির কল পাড়ে বাসন মাজতে গিয়ে বাঁ হাতের কব্জিতে চোট পায় বলে পরিবারের লোকেদের দাবি। চিকিৎসক সুমিত মিত্রের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে ডাক্তার যন্ত্রণা কমানোর ওষুধ দেন। একইসঙ্গে বলেন, এক্স-রে করাতে। পরিবারের লোকেদের দাবি সন্ধ্যাবেলা নিয়ে যাওয়ার পরে চিকিৎসক বলেন প্লাস্টার করতে হবে, তাই হাত সেট করতে হবে।

তার জন্য ইনজেকশন দিয়ে অজ্ঞান করতে হবে। অভিযোগ, সেই ইনজেকশন দেওয়ার পর দীর্ঘক্ষণ কেটে গেলেও অনেক চেষ্টা করেও পুতুলদেবীর জ্ঞান ফেরেনি। ওই চিকিৎসক তারপর অ্যাম্বুলেন্স ডেকে ওই মহিলাকে স্থানীয় মা সারদা হাসপাতালে নিয়ে গেলে ওই মহিলাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে ওই হাসপাতালে ভাঙচুর চালায় পরিবারের লোকেরা। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন প্রচুর পুলিশ বাহিনী। এখনও পর্যন্ত সুমিত মিত্র পলাতক থাকায় তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।