হাওড়া, ২ সেপ্টেম্বর:- হাওড়ায় জালান কমপ্লেক্সের সামনে পরপর চারটি গাড়ির ধাক্কা, আহত ২। বৃষ্টির সময় একটি গাড়ি ব্রেক কষে দাঁড়িয়ে গেলে পিছন দিক থেকে আসা বাকি গাড়িগুলো একে অপরকে পিছন থেকে ধাক্কা মারে। একটি বাসসহ পর পর চারটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এক গাড়ির চালক সহ ২ জন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। এদিন দুপুরে হঠাৎ নামা বৃষ্টিতে পথ দুর্ঘটনাটি হয় ১১৬ নম্বর জাতীয় সড়কে। উলুবেড়িয়ার দিক থেকে হাওড়ার দিকে আসার সময় জালান কমপ্লেক্স এর ১ নম্বর গেটের সামনে ঘটে ওই দুর্ঘটনা। এদিন ট্রাফিক সিগন্যাল লাল হয়ে গেলে একটি ট্যাঙ্কার দাঁড়িয়ে যায়।
সেটির পিছনে একটি বাস সহ কয়েকটি গাড়ি পরষ্পর পরষ্পরের পিছনে ধাক্কা মারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। হাওড়া সিটি পুলিশ ট্রাফিকের এক পদস্থ আধিকারিক জানান, এদিন দুপুরে বৃষ্টির সময় হাওড়ার জালান কমপ্লেক্সের ১ নং গেটের কাট আউটের সামনে আচমকাই ওই দুর্ঘটনাটি ঘটে। সেই সময় কাট আউট দিয়ে লোক পারাপার করছিলেন। একটি গাড়ি এসে বৃষ্টির মধ্যে ব্রেক কষে দাঁড়িয়ে পড়লে পিছনে থাকা পরপর আরও কয়েকটি গাড়ি পরষ্পরকে পিছন দিক থেকে ধাক্কা মারে। এই ঘটনায় ২ জন জখম হয়েছেন। আহতদের আঘাত গুরুতর নয়। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।