হাওড়া, ১৩ ফেব্রুয়ারি:- মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ঘটনার কিনারা। জগদ্দলের যুবককে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মহিলা গ্রেপ্তার। মানহানি করার ভয় দেখিয়ে এক যুবককে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন বলে এক মহিলার বিরুদ্ধে অভিযোগ ওঠে। তদন্তে নেমে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই সেই ঘটনার কিনারা করেছে হাওড়া সিটি পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন দৌলত দেবী গুপ্তা নামের অভিযুক্ত মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম আকাশ দাস (২৪)। মৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার জগদ্দলে। শুক্রবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ হাওড়ার মালিপাঁচঘড়ার বাজল পাড়া লেনে অবস্থিত একটি জি প্লাস ওয়ান বিল্ডিংয়ের ছাদের উপর থেকে একটি প্রচন্ড শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা।
সেখানে গিয়ে তাঁরা দেখতে পান ওই বিল্ডিংয়ের ছাদে রক্তাক্ত অবস্থায় প্রায় ৩০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় যুবক অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। রক্তাক্ত অবস্থায় জখম ওই যুবককে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। এরপর শনিবার স্থানীয় এক ব্যক্তি লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ মাধ্যমে দেখা যায় দৌলত দেবী গুপ্তা নামের এক মহিলা আকাশকে বাজলপাড়ার সেই বিল্ডিংয়ের ৫ তলায় ডেকে পাঠান। সেখানে ওই মহিলা ভয় দেখিয়ে বলে যে সে তার সাথে নোংরা কর্মকাণ্ড ঘটিয়ে তার মানহানি করবে। এই মিথ্যা হুমকিতে ভয় পেয়ে যান আকাশ। মহিলার এই কার্যকলাপ ওই যুবককে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করতে প্ররোচিত করে বলে জানা যায়। এরই ভিত্তিতে সুনির্দিষ্ট মামলা শুরু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানার পুলিশ।