এই মুহূর্তে খেলাধুলা

ফের লাল-হলুদে লেগে গেল ক্লাব বনাম ইনভেস্টার

প্রসেনজিৎ মাহাতো , ২০ নভেম্বর:- আইএফএ শিল্ড, পুরুষ ক্রিকেট দল নিয়ে চূড়ান্ত নাটক হয়েছিল। এবার মহিলা ফুটবল দল নিয়েও ইস্টবেঙ্গল ক্লাব বনাম এসসি ইস্টবেঙ্গল লেগে গেল। আইএসএল শুরুর হচ্ছে। তবু লালহলুদ গনগনে। উত্তাপ কমতেই চাইছে না। স্পোর্টিং রাইটস এসসি ইস্টবেঙ্গলের হাতে। মহিলা ফুটবল দল নিয়েও তারদেরই মাথা ঘামানোর কথা। কিন্তু বাস্তব অন্য কথা বলছে। শুক্রবার থেকে নিজেদের মাঠে অনুশীলনে নামলো ইস্টবেঙ্গ। কারণ, গত মরশুমে স্থগিত হয়ে যাওয়া মেয়েদের ‘কন্যাশ্রী কাপ’ কলকাতা লিগ শুরু হচ্ছে। কিন্তু সেখানে ইস্টবেঙ্গল খেলবে কিনা, খেললেও কী নামে খেলবে, তা নিয়েই এই নাটক। দলকে সন্তোষপুরের এক হোটেলেও রাখা হয়েছে ক্লাবের তরফে। দলের কোচিং করাবেন ইন্দ্রাণী সরকার। আইএফএ–তে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন নামে নথিভুক্ত। এছাড়াও চুক্তির পর ক্লাবের স্পোর্টিং রাইটস এসসি ইস্টবেঙ্গলের হাতে।

ইনভেস্টারের দাবি, ‘আইএফএ–কে এসসি ইস্টবেঙ্গলের সিইও–কে চিঠি লিখে সমস্ত কিছু জানাতে হবে। তারপর আমরা এ বিষয়ে পদক্ষেপ নেব। এখনও পর্যন্ত মহিলা লিগ নিয়ে সরকারিভাবে কিছু জানি না। আইএফএ–তে ইতিমধ্যেই এসসি ইস্টবেঙ্গল নথিবদ্ধ রয়েছে। ক্লাবের তরফে একজন ফোন করে বলেন, তিনি মহিলা দল দেখভাল করেন। প্রত্যুত্তরে আমি তঁাকে জানাই, মৌখিকভাবে না বলে লিখিতভাবে বিস্তারিত জানান। তারপর আমরা কাজ শুরু করব।’ আইএফএ সচিব জয়দীপ মুখার্জি বলেন, ‘ইস্টবেঙ্গলের মহিলা দল লিগে খেলছিল। কিন্তু কোভিডের জন্য লিগ স্থগিত ছিল। লিগ শুরু হলে আশা করব শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন নামেই খেলবে ওরা। কারণ ওই নামই আইএফএ–তে নথিভুক্ত। মহিলা লিগ নিয়ে যে মিটিং হয়েছিল সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের মহিলা দলের কোচ এসেছিল। আশা রাখি, ওরা খেলবে।’