এই মুহূর্তে জেলা

বালিতে প্যারা স্পোর্টস খেলোয়াড়দের ভ্যাক্সিনের ব্যবস্থা।


হাওড়া, ২ সেপ্টেম্বর:- বালিতে প্যারা স্পোর্টস খেলোয়াড়দের জন্য বৃহস্পতিবার ভ্যাক্সিনের ব্যবস্থা করা হয়। বালি কেন্দ্রের বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় ও বালি ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে প্রায় ২০ জন শারীরিক প্রতিবন্ধী প্যারা স্পোর্টস খেলোয়াড়কে এদিন কোভিড ভ্যাক্সিন দেওয়ার ব্যবস্থা করা হয় বালির কেদারনাথ আরোগ্য ভবনে।

শারীরিক প্রতিবন্ধকতার কারণে এরা নিজেরা এসে কোনও ভ্যাক্সিন কেন্দ্র থেকে এতদিন পর্যন্ত ভ্যাক্সিন নিতে পারেননি। এদের পক্ষ থেকে বালি ক্লাব সমন্বয় সমিতির সভাপতি ভাস্কর গোপাল চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়ের সহযোগিতায় বৃহস্পতিবার কেদারনাথ আরোগ্য ভবনে ওই প্যারা স্পোর্টস খেলোয়াড়দের ভ্যাক্সিনের ব্যবস্থা করে দেন। এদিন ভ্যাক্সিন নিতে পেরে খেলোয়াড়রাও খুব খুশি।