হুগলি, ২০ নভেম্বর:- গভীর রাতে শ্যুটআউট চুঁচুড়ায়। ঘটনায় গুলিবিদ্ধ এক তরুন প্রান বাঁচাতে প্রায় কয়েকঘন্টা গঙ্গা পারে লুকিয়ে রইলো। সকালে গুলিবিদ্ধ অবস্থাতেই বাইক নিয়ে ওই তুরুন চলে এলো রবীন্দ্রনগরে নিজের বাড়িতে। তড়িঘড়ি তাঁকে প্রথমে চুঁচুড়া সদর হাসপাতাল এবং পরে কোলকাতায় নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ বছর ২০-র তরুনের নাম দীপ মন্ডল। বাড়ি চুঁচুড়ার রবীন্দ্রনগর বিষ তারিখ এলাকায়। আক্রান্ত দীপ সুপারি ব্যাবসায়ী। অভিযুক্ত যুবকের নাম রাজা বিশ্বাস (২১)।
রাজা দীপের প্রতিবেশী। শুক্রবার রাতে এলাকায় কার্তিক পুজোর ভাসান ছিলো। এদিন ভাসানের পর দীপের বন্ধু রাজাই দীপকে চুঁচুড়ায় গঙ্গার ঘাটে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। রাজার বিরুদ্ধে চুঁচুড়া থানায় আগেই অভিযোগ রয়েছে। এর আগে রাজা অসামাজিক কার্যকলাপের অভিযোগে শ্রীঘরে ছিলো। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।