এই মুহূর্তে কলকাতা

উপসর্গহীন করোনা আক্রান্তদের চিহ্নিত করতে সেন্টিনাল সার্ভে শুরু করতে চলেছে রাজ্য সরকার।

কলকাতা,১৪ আগস্ট:- কোভিডের সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় উপসর্গহীন করোনা রোগীদের চিহ্নিত করতে রাজ্য সরকার তৃতীয় দফার সেন্টিনেল সার্ভে শুরু করতে চলেছে। এই পর্যায়ে সংক্রমনের শৃংখল ভাঙতে মূলত জ্বর ও শ্বাসকষ্টের মত উপসর্গহীন করোনা রোগীদের ওপর সমীক্ষা চালানো হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। প্রতি জেলার একটি করে হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করতে ইতিমধ্যে রাজ্যের সমস্ত জেলা স্বাস্থ্য অধিকর্তাকে নির্দেশ পাঠানো হয়েছে। জানা গেছে, ১৬ থেকে ১৮ ই আগস্ট এই নমুনা সংগ্রহের কাজ চলবে।

রাজ্যের ২৮ টি স্বাস্থ্য জেলায় মোট ১১ হাজারের বেশি নমুনার ওপর সমীক্ষা চালানো হবে। কলকাতার আরজিকর হাসপাতালকে সেন্টিনেল সার্ভের জন্য বেছে নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যের সব জেলা হাসপাতালকে চিঠি দিয়ে প্রস্তুতির নির্দেশ দিয়েছে নবান্ন। তৃতীয় ঢেউ মোকাবিলায় সব রকম পরিকাঠামো তৈরি রাখতে বলা হয়েছে।একই সঙ্গে কোনওক্ষেত্রে পরিকাঠামোর অভাব থাকলে তা যেন অবিলম্বে সরকারকে জানানরও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য চিঠি দিয়ে জেলা হাসপাতালগুলিকে বলেছে, যদি চিকিত্সা সরঞ্জামের অভাব থাকে, তাও নবান্নকে জানাতে হবে। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, নবান্নের তরফে দ্রুত চিকিত্সা সরঞ্জামের ব্যবস্থা করা হবে।