হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- হাওড়ার সাঁকরাইলে নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন। ঘটনায় প্রকাশ, হাওড়ার সাঁকরাইল বিধানসভার আন্দুল পঞ্চায়েতের ৫১নম্বর পার্টে শনিবার রাতে ওই ঘটনা ঘটে। নাবালিকার বিয়ে আটকায় সাঁকরাইল ব্লক প্রশাসন। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের জনৈক পাত্রের সঙ্গে বিবাহ হতে যাচ্ছিল আন্দুলের ভান্ডারী পাড়ার এক নাবালিকার। অপ্রাপ্তবয়স্কার বিয়ের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন সাঁকরাইলের বিডিও ও সাঁকরাইল থানার পুলিশ আধিকারিক অফিসার।
বন্ধ করে দেওয়া এই বেআইনি বিয়ে। বাড়ির লোককে বুঝিয়ে পুরো বিষয়ের মীমাংসা করা হয়। প্রশাসনের আধিকারিকরা বলেন এই মুহূর্তে মেয়েটির পড়াশোনা এবং তার বিকাশের প্রয়োজন আছে। তাই বিয়ে না দিয়ে তাকে পড়াশোনা শেখাতে হবে এবং স্বাবলম্বী করতে হবে। এবং সরকার তার পাশে রয়েছে এবং যেকোনো প্রয়োজনে তাকে সাহায্য করা হবে।