হুগলি , ২০ জুন:- শেওড়াফুলি-বৈদ্যবাটি কৃষক বাজার ব্যাবসায়ী সমিতি ও হুগলি জেলার আর.এম.সি র যৌথ উদ্যোগে এই করোনা পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, হুগলি জেলার আর.এম.সি সম্পাদক মাননীয় শেখ ফিরদৌস রহমান মহাশয়, বৈদ্যবাটি শেওরফুলি কৃষক বাজার সমিতির সভাপতি মাননীয় শ্রী সুবীর ঘোষ(ভাই দা) মহাশয়, সহ সভাপতি মাননীয় হরিপদ পাল মহাশয়, কো অর্ডিনেটর মাননীয় প্রবীর পাল, প্রভাস পোদ্দার, সমর বাগচী, শংকর দাস মহাশয়।