উঃ২৪পরগনা, ৭ মে:- কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ড বেলঘরিয়া উত্তর বাসুদেবপুর এলাকায় ২০২০ সালের মে মাসে তৃণমূল কর্মী সৌমেন দাস খুনের ঘটনায় গতকাল কামারহাটি পৌরসভা ২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রুপালী সরকার ব্যারাকপুর আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। সেইমতো তাকে গ্রেপ্তার করে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, ২০২০ সালে করোণা পরিস্থিতিতে ত্রাণ বিলি করছিলেন সঙ্গীদের নিয়ে সৌমেন দাস, সেই সময় তার ওপর হামলা হয়, হামলার ঘটনায় গুরুতর জখম হয় সৌমেন, ১৯শে মে তার মৃত্যু হয়। সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত ২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কামারহাটি পৌরসভার রুপালী সরকার। আইন আইনের পথে চলবে জানালেন কামারহাটি পৌরসভার তৃণমূল পুরপ্রধান গোপাল সাহা।