হুগলি , ২০ জুন:- স্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল অভিনেতা তথা উত্তরপাড়ার তৃণমূলের নবনির্বাচিত বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে| এবার সরাসরি কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করলেন তাঁর স্ত্রী পিঙ্কি | কাঞ্চনের বান্ধবী তথা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন তিনি | পিঙ্কির অভিযোগ, তাঁকে মানসিক নির্যাতন করেছেন কাঞ্চন | মদ্যপ অবস্থায় গালিগালাজ করেছেন | শুধু তাই নয়, নিজের বান্ধবীকে সঙ্গে নিয়ে কাঞ্চন গাড়ি থেকে তাঁকে নামিয়ে হেনস্থা করেছেন বলেও অভিযোগ করেছেন পিঙ্কি | কাঞ্চনের দাম্পত্য জীবন নিয়ে গত কয়েকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল সংবাদমাধ্যমে | এবার ঘরের গন্ডি আর পেজ থ্রি-র পাতা ছাপিয়ে সেই ঝামেলা গিয়ে পৌঁছাল পুলিশের কাছে | সংবাদমাধ্যমে পিঙ্কি জানিয়েছেন, শনিবার রাতে তাঁর নিউ আলিপুরের বাড়িতে হাজির হন কাঞ্চন | সেই সময় তিনি বাড়িতে ছিলেন না | বাড়িতে তাঁকে না পেয়ে চেতলা থেকে ফেরার সময় তাঁর গাড়ি আটকান কাঞ্চন |
সেই সময় তাঁর সঙ্গে ছিলেন বান্ধবী শ্রীময়ীও | দু’জনে মিলে তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ | গাড়ি থেকে তাঁকে টেনে নামানোর চেষ্টা হয় | শ্রীময়ীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে পিঙ্কি কেন সংবাদমাধ্যমে মুখ খুলছেন, তা নিয়ে তাঁকে চেপে ধরেন কাঞ্চন | অন্য দিকে, শ্রীময়ী বলেন, ‘‘কার লেজে পা দিয়েছো জানো না |” শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন টলিপাড়ায়| এর আগে যদিও তাতে কর্ণপাত করতে চাননি পিঙ্কি | তবে কাঞ্চনের পাশাপাশি শ্রীময়ীর নামেও পিঙ্কি অভিযোগ দায়ের করেছেন বলে খবর | নিউ আলিপুর থানা ইতিমধ্যেই গোটা ঘটনা বিস্তারিত তদন্ত করে দেখছে | তবে গোটা ঘটনা নিয়ে কাঞ্চন মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি | দু-দিন আগেই শ্রীময়ীর সঙ্গে নিজের প্রেম সম্পর্ককে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক | প্রসঙ্গত, কাঞ্চন এবং পিঙ্কির আট বছরের একটি ছেলে রয়েছে |কাঞ্চনের যদিও এটা দ্বিতীয় বিয়ে | তবে দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও, তাঁকে নিয়ে এমন কোনও ঘটনা সামনে আসেনি |