এই মুহূর্তে জেলা

রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা পাণ্ডুয়া হসপিটালে।

হুগলি , ৭ জুন:- রোগি মৃত্যু কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল। পান্ডুয়ার কোটাল পুকুর এর বছর তিরিশের শেখ ইসলামের। সোমবার সকালে হঠাৎ বুকে যন্ত্রণা শুরু হয় এরপর পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে গ্রামীণ হাসপাতালে নিয়ে আসার পরে কর্তব্যরত ডাক্তার তার চিকিৎসা শুরু করে। এর পরে তাকে প্রয়োজনীয় ওষুধ দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই মৃত্যু হয় শেখ ইসলামের। এর পরেই ক্ষিপ্ত হয়ে ওঠে পরিবারের লোকজন। খবর পৌঁছায় এলাকায়, এর পরেই পান্ডুয়া হসপিটালে কয়েকশো মানুষ এসে উপস্থিত হয়।

তুমুল বিক্ষোভ পাশাপাশি হসপিটালের গ্যাস সিলিন্ডার ভাঙচুর করা হয়। কর্তব্যরত ডাক্তার কেউ মারধর করে তার জামা কাপড় ছেড়ে দেওয়া হয়। এর পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার বিশাল পুলিশবাহিনী। তবে পুলিশ বাহিনীর সামনেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করে হসপিটাল গেটের সামনে। এরপরে মৃতদেহ জি টি রোড এর উপর রেখে অবরোধ করে পরিবারের লোক, আত্মীয়রা। তাদের দাবি ওই অভিযুক্ত ডাক্তারকে তাদের হাতে তুলে দিতে হবে। অবশেষে পুলিশের সঙ্গে পরিবারের লোকের আলোচনা চলছে।