এই মুহূর্তে কলকাতা

রিলিজ করলনা নবান্ন, সম্ভবত রাজ্যেই থাকছেন আলাপন।


কলকাতা , ৩০ মে:- কেন্দ্রের নির্দেশে সোমবার দিল্লী যাচ্ছেন না মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিলেন তাঁর বদলির নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হোক। রবিবার বিকেল পর্যন্ত এ ব্যাপারে দিল্লী থেকে রাজ্যে র সঙ্গে কোনো যোগাযোগ করা হয় নি। সোমবার, সকাল ১০টায় দিল্লিতে তলব করা হয়েছে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। নর্থ ব্লকে কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ মন্ত্রকে তাঁর হাজিরা দেওয়ার কথা। নবান্ন সূত্রের খবর, রবিবার বিকেল পর্যন্ত আলাপনকে দিল্লি যাওয়ার প্রয়োজনীয় ছাড়পত্র দেয়নি রাজ্য সরকার। এমনকি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনে কেন্দ্রীয় সরকারও তাদের নির্দেশ প্রত্যাহার করেনি।এমনকি কেন্দ্রীয় সরকারের চিঠির জবাবও দেওয়া হয়নি নবান্ন থেকে। এমতাবস্থায় আলাপনের দিল্লিতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন প্রাক্তন আমলারা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা না করেই কেন্দ্রীয় সরকার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যাকে বদলির নির্দেশ দিয়েছেন। এব্যাপারে কেন্দ্রকে বিঁধে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘মুখ্যসচিবের বিরুদ্ধে প্রতিহিংসা কেন? আমাকে অপছন্দ করতে পারেন। আমার অফিসারদের অপমান করছেন কেন? বাংলা ও বাঙালিদের প্রতি এমন মনোভাব কেন? আলাপনের কী দোষ? উনি তো আমার সঙ্গে গিয়েছিলেন৷’’ উল্লেখ্য, শুক্রবার পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য়ের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মোদীর সঙ্গে বৈঠকে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রাতেই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে বদলির নির্দেশ পাঠানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে। আইএএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের কাজে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।