এই মুহূর্তে জেলা

ইন্দিরা গান্ধীর থেকে ১৪ গুন ভারতবর্ষের ক্ষতি করেছে হিটলার , নাম না করে মোদির সমালোচনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

হুগলি , ৩০ মে:- ইন্দিরা গান্ধীর চেয়েও ভয়ঙ্কর ক্ষতি করে দিয়ে যাচ্ছে ভারতবর্ষকে এই হিটলার। ২০২৪ এ তাঁকে চলে যেতেই হবে, নাম না করে নরেন্দ্র মোদির সমালোচনা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আলাপন বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে যে ব্যবহারটা করা হলো সেটা প্রতিহিংসাপরায়ন ছাড়া কিছুই নয়। এভাবেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। তিনি বললেন বিজেপি আদতে বাঙালি বিরোধীদল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে এবারের বাংলার নির্বাচনে পরাজিত হয়েছেন, ওটা ওর জীবনের সব থেকে বড় পরাজয়। তাই সেটা উনি মানতে পারছেন না। ভারতবর্ষ কেন আন্তর্জাতিক স্তরে সংবাদপত্রগুলোর ওনাকে নিয়ে সমালোচনা করছেন। ওরা বুঝে গেছে ওনার কি ক্ষমতা। তিনি প্রধানমন্ত্রীকে হিটলারের সঙ্গে তুলনা করে বলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাজই হলো কিভাবে বাংলাকে ডিস্টার্ব করা যায়। আর এখানকার কিছু বিজেপি নেতা আছেন তারা দুই হাত তুলে নাচছেন। কল্যাণবাবু কে প্রশ্ন করা হয় যখন প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রিভিউ মিটিং হচ্ছে তখন কিভাবে বিরোধী দলনেতা কে ডাকা হয়

এর উত্তরে উনি বলেন বিরোধী দলনেতা প্রশাসনের কোন অংশ নয়। কেন তাকে ডাকবে। তিনি বলেন যখন উনি গুজরাট গিয়েছিলেন তখন কি বিরোধী দলনেতা কংগ্রেসের কাউকে ডাকা হয়েছিল। যখন আম্ফান এর সময় এখানে মিটিং হয়েছিল তখন কি এখানকার বিরোধী নেতা আবদুল মান্নানকে কি ডাকা হয়েছিল। কল্যানবাবু জোরের সঙ্গে বলেন কোভিদ নিয়ে সারাদেশ জেরবার। কই প্রধানমন্ত্রী তো কোনো বিরোধী দল নেতাদের সঙ্গে কোনো ভার্চুয়াল মিটিং করছেন না কিভাবে একসঙ্গে এই মরণব্যাধির মোকাবিলা করা যায়। কারণ ওনার বুকের পাটা নেই এমনকি পার্লামেন্ট ডেকেও সেখানেও এটা নিয়ে আলোচনা করা যায় কিন্তু উনি করবেন না। গঙ্গা দিয়ে হাজার হাজার লাশ ভেসে যাচ্ছে, প্রধানমন্ত্রী এবং যোগী আদিত্যনাথ কেএর জন্য এর জবাব দিতে হবে। গঙ্গা অ্যাকশন প্ল্যান এর ২৩ হাজার কোটি টাকা জলে ফেলে দিল এর জবাব দিতে হবে। সাংসদ করলেন বাবু বলেন আমরা এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধীর সমালোচনা করেছিলাম কিন্তু তার থেকে ১৪ গুন বেশি ক্ষতি এরা করে দিয়ে যাচ্ছে , যেটা ভারতবর্ষের মানুষ ২০২৪ ওদের বুঝিয়ে দেবে।