এই মুহূর্তে জেলা

বালি ইভটিজিং-কান্ডে গ্রেপ্তার ২।

হাওড়া, ২২ মে:- কলেজের দুই সহপাঠিনীর ইভটিজিংয়ের প্রতিবাদ করায় উত্তরপাড়ার রাজা পেয়ারী মোহন কলেজের এক ছাত্রকে বেধড়ক পেটায় দুষ্কৃতীরা। শনিবার ঘটেছিল ওই ঘটনা। এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে বেলুড় জিআরপি মূল অভিযুক্ত নারায়ণ দাসকে গ্রেপ্তার করে। পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। বেলুড় জিআরপি ও বালি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে। ঘটনায় যুক্ত আরও একজনকে সনাক্ত করা গেছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ধৃতদের সোমবার হাওড়া আদালতে তোলা হচ্ছে। জানা গেছে, সেকেন্ড ইয়ার সেমিস্টারে পাঠরত দুই ছাত্রী এবং ওই একই কলেজে একই ক্লাসে পাঠরত বিশাল মন্ডল নামের ওই ছাত্র তিন বন্ধু মিলে শনিবার যখন কলেজে আসছিল তখনই ওই দুই ছাত্রীকে কলেজ গেটের বাইরে অপেক্ষারত দুই যুবক টিটকারি করে বলে অভিযোগ। শুধু তাই নয়, এরপর কলেজ থেকে ফেরার সময়েও ওই যুবকরা ফের ওই দুই ছাত্রীকে ইভটিজিং করে। এই নিয়েই ঝামেলার সূত্রপাত। প্রতিবাদ করে বিশাল মন্ডল। বালিঘাট স্টেশনে ইভটিজার ও তাদের দলবল চড়াও হয় বিশালের উপর।