এই মুহূর্তে জেলা

বিনামূল্যে সাধারণ মানুষকে অক্সিজেন পরিষেবা দিচ্ছেন ‘চলো পাল্টাই’ এর বন্ধুরা। পাশে দাঁড়ালেন মন্ত্রী অরূপ রায়।


হাওড়া, ২০ মে:- করোনা অতিমারী পরিস্থিতিতে বিনামূল্যে সাধারণ মানুষকে অক্সিজেন পরিষেবা দিচ্ছেন ‘চলো পাল্টাই’ এর বন্ধুরা। এই উদ্যোগে এদের পাশে দাঁড়ালেন মন্ত্রী অরূপ রায়। কোভিড যুদ্ধে এবার মানুষের সেবায় এগিয়ে এলেন হাওড়ার ‘চলো পাল্টাই’ সংস্থা। মধ্য হাওড়ার একঝাঁক তরুণ তরতাজা যুবক এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আজ বৃহস্পতিবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে একটি অক্সিজেন পরিষেবা কেন্দ্র চালু করেছেন। প্রাথমিকভাবে ৮-১০টি বেড রাখা হয়েছে এখানে। অক্সিজেনের প্রয়োজন রয়েছে আপদকালীন পরিস্থিতিতে এমন মানুষদের এখানে পরিষেবা মিলবে। থাকছেন চিকিৎসক থেকে শুরু করে নার্সরাও। এদিন সকালে মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে ( বরো – ৪ সংলগ্ন ধাপার মাঠ ) এই বিনামূল্যে অক্সিজেন পরিষেবা কেন্দ্রের সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ নিশীথ রঞ্জন চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের সমন্বয়ে এই কেন্দ্র খোলা হয়েছে বলে জানা গেছে। এদিন অরূপ রায় জানান, ‘চলো পাল্টাই’ নামের হাওড়ার এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে তৈরি হল অক্সিজেন পার্লার। এখানে মোট দশটি বেড থাকবে। আটটায় অক্সিজেন লাগিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। মানুষের প্রয়োজন হলে এখানে আসতে পারেন। জেলা স্বাস্থ্য দপ্তরের অনুমতি নিয়েই এই পার্লার তৈরি করা হলো। যাদের অক্সিজেনের প্রয়োজন তাঁরা এখানে যোগাযোগ করতে পারবেন ( যোগাযোগের নম্বরঃ ৭৫৯৬৮০০২৬৭ )। এর আগেও ‘চলো পাল্টাই’ এর মতো আই আর বেলিলিয়াস স্কুলে অক্সিজেন পার্লার তৈরি করা হয়েছে। অক্সিজেন পার্লার তৈরির জন্য অনেকেই আবেদন করছেন। আরো অক্সিজেন পার্লার তৈরি হলে আগামী দিনে মানুষের অক্সিজেনের অভাব হবে না। এই পার্লারে অন্যান্য রোগীর মতো কোভিড পজেটিভ হলে যদি তাঁদের অক্সিজেনের প্রয়োজন হয় তাহলে তাঁরাও এখানে এই সুবিধা পাবেন। এখানে নার্স ডাক্তার সকলেই থাকবেন। হাওড়ার এই সংস্থা সারা বছরই মানুষের সেবায় জনহিতকর কাজ করেন। এই মহামারী পরিস্থিতিতেও এরা এগিয়ে এসেছেন।