এই মুহূর্তে জেলা

দিদিকে চাইছে না বাংলার মানুষ। ২ মের পর বাংলায় আসল পরিবর্তন হবে – প্রধানমন্ত্রী।

হাওড়া , ৬ এপ্রিল:- দিদিকে আর চাইছেন না বাংলার মানুষ। ২মে’র পর বাংলায় আসল পরিবর্তন হবে। ডুমুরজলার সভায় বললেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার হাওড়ার ডুমুরজলা ময়দানে দলীয় প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় মোদী বলেন, পরিবর্তনের ঢেউ আজ আমি এখানেও সামনে দেখতে পাচ্ছি। তোলাবাজ, সিন্ডিকেটরাজ, অত্যাচারী, হত্যাকারী বাংলার সরকার। ২মে’র পর বাংলায় আসল পরিবর্তন হবে। দিদি সবসময় বলেন, আমরা দেখে নেব। আর বিজেপি বলে, আমরা সেবা করব। এই কারণে দিদিকে বাংলার মানুষ আর চাইছেন না। দিদি আপনাদের অপমান করেছেন। মিথ্যে মামলা দিয়েছেন। পদ্মফুলে ব্যাপক হারে ভোট দিয়ে দিদিকে পরাস্ত করুন। সম্মানীয় আদরনীয় দিদি ও দিদি। আপনি বাংলার মানুষের বিশ্বাসভঙ্গ করেছেন। বাংলাকে আমি সম্মান করি। বাংলার আচরণ হল মানবপ্রেম ও দেশপ্রেম। বাংলার আচরণ হলো ত্যাগ ও বলিদান। ২মে’র পর হাওড়া সহ সারা বাংলাতেই ডবল ইঞ্জিন সরকার আসবে। ডবল ইঞ্জিন সরকার মানে ডবল বেনিফিট।

আপনারা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়ে আসল পরিবর্তনের কথা বলুন। এবার সারা বাংলা জুড়ে কমল ছাপ। আর টিএমসি সাফ। মোদী বলেন, দিদির এতো অহঙ্কার। কিন্তু আপনি মনে রাখবেন, পাপের ধন প্রায়শ্চিত্যে যায়। কয়লা ধুলে ময়লা যায় না। দেশে এই চর্চা চলছে, বাংলায় এ কোন রাজনীতি চালাচ্ছেন দিদি ? আমি বাংলা বলি বাংলা ভাষাকে শ্রদ্ধা করি বলেই। বাংলার আচরণ হল সেবা, প্রেম ও বলিদান। ২মে’র পর আসল পরিবর্তনের জন্য কাজ শুরু করবে বিজেপি সরকার। আয়ুষ্মান ভারত, কিষাণ সুরক্ষা নিধির সুবিধা এবার পাবেন। ইস্ট ওয়েস্ট মেট্রো করিডর আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তিন তালাক রদের মাধ্যমে মুসলিম বোনদের আমরা মুক্তি দিয়েছি বলেও এদিন মোদী বলেন। এদিনের সভা নির্ধারিত সময়ের দেরিতে শুরু হয়। সভায় হাওড়ার আট কেন্দ্রের বিজেপি প্রার্থীরা বক্তব্য রাখেন। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের খেলা শেষ হয়ে গেছে। ২মে বিজেপির সরকার আসছে। বিজেপি আসছে। তৃণমূল যাচ্ছে। বিজেপি এলে সত্যিকারের উন্নয়ন মানুষ দেখতে পাবেন।