এই মুহূর্তে জেলা

হাওড়া পুরসভায় সাত সদস্যের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স তৈরি হলো। চেয়ারপার্সন করা হলো অরূপ রায়কে।

হাওড়া , ১২ মে:- দীর্ঘ আড়াই বছর হাওড়া পুরসভায় পৌর নির্বাচন না হওয়ার ফলে বর্তমানে সেখানে কোনও প্রশাসনিক বোর্ড নেই। ফলে হাওড়া পুর এলাকায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ। সেই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে সাত সদস্যের একটি বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়। হাওড়া পুর এলাকার পাঁচ বিধায়ক সহ প্রাক্তন মেয়র পারিষদ স্বাস্থ্য ভাস্কর ভট্টাচার্য্য ও বিশ্ব মজুমদারকে এই সাত সদস্যের কমিটিতে রাখা হয়েছে। নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে এই পদক্ষেপ বলে জানিয়েছেন সাত সদস্যের বোর্ডের চেয়ারপার্সন অরূপ রায়।

এদিন অরূপ রায়কে চেয়ারপার্সন করেই হাওড়া পুরসভায় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স গঠন করা হয়েছে। বুধবার এই মর্মে রাজ্য সরকারের ডিপার্টমেন্ট অফ আরবান ডেভলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের তরফে এক নির্দেশিকা জারি হয়। ওই কমিটিতে অরূপ রায় সহ পুরনিগম এলাকার পাঁচ বিধায়ক এবং প্রাক্তন মেয়র পারিষদ ভাস্কর ভট্টাচার্য এবং সাংবাদিক বিশ্ব মজুমদারকে রাখা হয়। অরূপ রায় ছাড়াও অন্য চার বিধায়ক হলেন ডাঃ রাণা চট্টোপাধ্যায়, গৌতম চৌধুরী, মনোজ তিওয়ারি ও নন্দিতা চৌধুরী। মূলত এই কোভিড পরিস্থিতিতে যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করা এবং পুরনিগম এলাকায় পরিষেবা সচল রাখা এগুলির উপর বিশেষ নজর দিয়েই এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স তৈরি করা হয়েছে।