এই মুহূর্তে জেলা

টোটো চালকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শ্রীরামপুর নিউ টাউন রুটের বাস।

হুগলি, ১৫ জুলাই:- অভিযুক্ত টোটো চালকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য শ্রীরামপুর নিউটাউন রুটের ২৮৫ নম্বর বাস বন্ধ থাকবে বলে জানালো বাস মালিকদের সংগঠন। শনিবার অফিস টাইমে উত্তরপাড়ায় বালি খালের কাছে টোটো চালকদের সঙ্গে যাত্রী তোলা নিয়ে বচসার জেরে বাস কনডাক্টরকে মারধোর করা হয় বলে অভিযোগ। শ্রীরামপুর নিউটাউন রুটের একটি বাসের সঙ্গে টোটো চালকদের এই ঘটনার জেরে ব্যাস্ত সময়ে জিটি রোডে বাস দাঁড় করিয়ে দেয় বাস চালক। পুলিশের সামনে বচসা চলতে থাকে। বাস যাত্রীরা নেমে এসে বাস কনডাক্টরকে মারধোরের প্রতিবাদ করেন।

টোটো চাককদের দাবী তাদের যাত্রী ডেকে ডেকে তুলে নেয় বাস। এমনিতেই বালি আর উত্তরপাড়ার টোটো চালকদের মধ্যে সমস্যা হওয়ায় উত্তরপাড়ার টোটো চালকদের বালির দিকে যাওয়া বন্ধ আবার বালির টোটোও উত্তরপাড়ায় আসেনা। উত্তরপাড়ায় স্থানীয় কোনো টোটো স্ট্যান্ড নেই।প্যারী মোহন কলেজ মোরে তাদের অস্থায়ী স্ট্যান্ড।শ্রীরামপুর বাস মালিকদের এসোসিয়েশনের সম্পাদক রঞ্জন প্রামাণিক বলেন, হুগলি জেলা থেকে একমাত্র বাস রুট যেটা কলকাতায় যায় একমাত্র বাস রুট যেটা কলকাতা যায়। যাত্রীদের সামনে সেই বাস থেকে বেধড়ক মারধর করে টোটো চালকদের একাংশ। এত সাহস তাদেরকে দিয়েছে। আমরা জানতে চাই। আর এর প্রতিকার চাই। হুগলি জেলাশাসক এবং চন্দননগর পুলিশ কমিশনার কে এবিষয়ে অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনার বিহিত না হলে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই রুটের সমস্ত বাস বন্ধ থাকবে।