কোচবিহার,১২ এপ্রিল:- ফের অগ্নিকান্ডের জেরে চাঞ্চল্য ছড়াল কোচবিহার ভবানীগঞ্জ বাজারে। আজ সকাল ১০ টা নাগাদ ইলেকট্রিক পোলে আগুন লাগছে দেখেন বাজারে আসা লোকজন ও স্থানীয়রা। ওই ঘটনায় বাজার চত্বরে একটা আতঙ্কের সৃষ্টি হয়। অনেকে এদিন ওদিক ছুটতে শুরু করে। পরে খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ছুটে আসে ঘটনাস্থলে। পরে তাদের চেষ্টায় ওই ইলেকট্রিক পোলে আগুন নিভে যায়। দমকল কর্মীরদের অনুমান, ইলেকট্রিক পোলের থেকে বিভিন্ন দোকানে কানেকশন নেওয়া হয়েছে। এক সাথে অনেক আনেকজন সেখানে ছিল। তাদের মধ্যে একটি তার লিক হওয়ায় এই আগুন ধরে বলে অনুমান। সম্প্রতি এর আগেও বেশ কয়েকবার ওই বাজারের বিভিন্ন ইলেকট্রিক পোলে আগুনলাগে। তাতে ভবানী গঞ্জ বাজার এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। যদিও এখন পর্যন্ত ওই ইলেকট্রিক পোলে আগুন লেগে বাজারের কোন বড় ধরনের ঘটনা ঘটে নি।