ব্যারাকপুরঃ, ২১ এপ্রিল:- রাত পোহালেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে নির্বাচন। তার আগেই শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় একের পর এক বোমাবাজির ঘটনা ঘটে চলছে। তবে সবচাইতে ভয়াবহ ঘটনাটি ঘটেছে রহড়া থানার টিটাগড়ের জিসি রোড সংলগ্ন খাটাল পাড়া এলাকায়। যদিও এলাকাটি খড়দহ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। অভিযোগ,মঙ্গলবার গভীর রাতে ওই এলাকার একটি ক্লাব ঘরে হাটাৎই তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘুমন্ত অবস্থায় আতঙ্কে স্থানীয় মানুষজন বাড়ির বাইরে বেরিয়ে আসে। এদিকে তীব্র বিস্ফোরণের জেরে ওই বাড়ির চাল উড়ে গিয়েছে। তাছাড়া কংক্রিটের দেওয়ালও ভেঙে মাটিতে পড়ে গিয়েছে। সুত্র মারফত জানা গিয়েছে,এই ঘটনায় এলাকারই এক যুবক পেশায় অটো চালক ২৭ বছরের রাজ কুমার যাদবের মৃত্যু হয়েছে। পাশাপাশি একজন গুরুতর জখম অবস্থায় কোলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশের প্রাথমিক অনুমান ওই ঘরের মধ্যে বোমা বাঁধতে গিয়েই এই ভয়াবহ রকমের বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এলাকায় গিয়ে দেখা গেল ঘরটি পুরোপুরি ধ্বংসাবশেষে পরিনত হয়েছে। চতুর্দিকে বোমা তৈরির জন্যে স্টিলের কন্টেনার,রাসায়নিক ও প্রচুর পরিমাণে জালের কাঠি এদিকে ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ঘটনাস্থলে একটি ছিন্ন হাতের অংশও পড়ে থাকতে দেখা যায়। নির্বাচনের আগে এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে টিটাগড় অঞ্চল জুড়ে। রাতে অন্ধকারে কে বা কারা কি উদ্দেশ্যে ওই ঘরটিতে বোমা তৈরি করছিল তা এখন স্পষ্ট নয়। এলাকায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকাটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছেন ফরেনসিক দল। তবে এই ঘটনায় শাসক-বিরোধী দুই রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে আঙুল তুলেছে।