এই মুহূর্তে কলকাতা

শিল্পীদের নিয়ে করা মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ কে একহাত নিয়ে ব্যাঙ্গাত্মক জবাব দিলেন পরমব্রত চট্টপাধ্যায়।

কলকাতা, ৫ এপ্রিল:- বর্তমান রাজনীতি কি শিল্পীদের জন্য নয়? নাকি সেটা কেবল কয়েকজনের জন্যই প্রযোজ্য। গতকাল থেকেই সোশ্যাল মিডিয়া তোলপাড় এই প্রশ্নের উত্তর খুঁজতে। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি শিল্পীদের রাজনীতিতে মাথা ঘামানোকে কার্যত হুঁশিয়ারি দেন। বলা বাহুল্য, কিছুদিন আগে অভিনেতা অনির্বান ভট্টাচার্যর লেখা একটি গানের ভিডিও প্রকাশ পায়, যে গানে দেখা গেছে টলিউডের বহু অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকারা অংশ নিয়েছেন। বর্তমানে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়া কেউ অবশ্য এই ভিডিওতে ছিলেন না। গানটি মূলত কেন্দ্র সরকার এর বিরুদ্ধে বলে মনে করা হচ্ছে, সম্ভবত সেই কারনেই দিলীপ ঘোষের এহেন মন্তব্য।

দিলীপবাবু কে এই গানটির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, শিল্পীরা গান গান, নাচুন। সেটাই তাদের শোভা পায়। রাজনীতিটা আমাদের করতে দিন। না হলে রগড়ে দেব। এরপরই নেটিজেনদের রোষের মুখে পড়েন তিনি। পরমব্রত চট্টপাধ্যায় তার সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, দিলীপ ঘোষের মন্তব্যে পরিষ্কার যে, রাজনীতিতে এলে কেবল বিজেপির হয়েই কথা বলতে হবে বা অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে, নয়তো এরম কথাই শুনতে হবে, কিন্তু স্বাধীনভাবে রাজনীতি নিয়ে ভাবা যাবে না। তিনি আরও যোগ করেন যে, বর্তমান ভারতকে দেখে তার হীরক রাজার দেশ মনে পড়ছে। এই দেশে উদয়ন পন্ডিতকে খুঁজছেন তিনি।