কলকাতা, ১৫ এপ্রিল:- ১৪৪ ধারা কে নিয়ে কোন ভাবেই গাফিলতি করা চলবে না স্পষ্ট করল নির্বাচন কমিশন। আজ এক ভিডিও কনফারেন্সিং এর মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র, উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন, রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক, রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এবং পঞ্চম দফার নির্বাচনের সাথে যুক্ত জেলা নির্বাচনী আধিকারিক, এসপি, এডিজি আইন-শৃঙ্খলা বিএসএফ এর আইজি বৈঠক করেন। সূত্র মারফত জানা গেছে ওই বৈঠকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১৪৪ ধারা কে প্রয়োগ করা নিয়ে সতর্ক করা হয়। নির্বাচন যেখানে যেখানে হচ্ছে সেখানে ১৪৪ ধারা ঠিকঠাকভাবে মানা করছে কিনা তা দেখার জন্য নির্দেশ দেন। বৈঠকে এ নির্দেশ দেওয়া হয় ১৪৪ ধারা যেখানে রয়েছে তার মধ্যে ভোটার এবং কমিশনের লোক ছাড়া অন্য কেউ যাতে প্রবেশ করতে না পারেন।
এর সাথে কিউ আর টি টিমকেও সতর্ক করেছে কমিশন। ইতিমধ্যেই কমিশন পঞ্চম দফার উত্তর ২৪ পরগনা এবং নদীয়ার সমস্ত বুথকেই অতি স্পর্শকাতর ঘোষণা করেছে। বৈঠকে কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যে শীতলকুচির মতন যদি ঘটনা ঘটে তাহলে সেখানে আত্মরক্ষার্থে গুলি চালাতে পারে বাহিনী। এছাড়া কোনভাবে যদি বুথের আশেপাশে জমায়েতের চেষ্টা হলে তাহলে সেই জামায়েতকে কঠোর হাতে সরিয়ে দেওয়া সহ গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে কমিশন। এছাড়া প্রয়োজন হলে লাঠিচার্জ ও করতে পারে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর ইতিমধ্যে পরবর্তী নির্বাচন করার জন্য ৬০ জন সাধারণ অবজারভার এবং ১১ জন পুলিশ অবজারভারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্র মারফত খবর এই ৭১ জন অবজারভারকে পরবর্তী সমস্ত পর্যায়ে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করা হবে।