এই মুহূর্তে জেলা

কম ভাড়ায় তৃণমূলের কর্মসূচিতে না যাওয়ার জের, বন্ধ চুঁচুড়া তারকেশ্বর রুটের বাস।

হুগলি, ২ সেপ্টেম্বর:- কম টাকায় তৃণমূলের কর্মসূচিতে না যাওয়ার জের, বাস মালিক ও কর্মীদের হুমকি তারকেশ্বরের বিধায়কের। বন্ধ চুঁচড়া-তারকেশ্বর ১৭ নম্বর রুটের বাস। আজকের মধ্যে সমাধান না হলে আগামীকাল থেকে জেলায় বাস বনধের প্রস্তুতি শুরু।
ঘটনাপ্রসঙ্গে জানা যায়, গত ৩১ তারিখ ব্লকে ব্লকে তৃণমূলের প্রতিবাদ মিছিল উপলক্ষে চুঁচুড়া-তারকেশ্বর ১৭ নম্বর রুটের ৩০ টি বাসকে ১৩০০ টাকা করে বুক করতে চেয়েছিলেন তারকেশ্বর তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। কিন্তু সেই টাকায় যেতে অস্বীকার করেন বাস মালিকরা। মালিকদের বক্তব্য যে সমস্ত ব্লকের জন্য বাসগুলি ভাড়ার কথা বলা হয়েছিল সেখানে যেতেই প্রায় ১৬০০ টাকার জ্বালানি লাগত।

ফলে একটি বাসও সেখানে যায়নি। অভিযোগ এরপরেই রবিবার বাসচালক ও কর্মচারীদের মিটিংয়ে ডেকে রীতিমত হুমকি দেওয়া হয়। প্রতি বাস থেকে ১৩০০ র তিনগুণ টাকা চাওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি পুরনো একটি দুর্ঘটনার জন্য ১ লক্ষ টাকা চাওয়া হয় বলেও অভিযোগ। এরপরেও সোমবার ওই রুটে বাস চলাচল শুরু হয়। কিন্তু অভিযোগ তারকেশ্বরের আগেই পথে একাধিক বাস আটকে হুমকি দেয় রামেন্দুর দলবল। তারপর থেকেই বন্ধ হয়ে যায় ওই রুটের বাস। এ বিষয়ে তৃণমূলের উচ্চ নেতৃত্ব ও আরটিও-কে অভিযোগ জানিয়েছেন বলে বাস মালিক ও কর্মচারীরা জানান। তাঁদের দাবি আজকের মধ্যে সমস্যার সমাধান না হলে আগামীকাল থেকে অন্যান্য রুটেও বাস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যেতে পারে বলে তাঁদের কথাতে স্পষ্ট।