এই মুহূর্তে জেলা

অনলাইনে ব্যাঙ্কে চাকরীর টোপ , প্রতারিত চুঁচুড়ার যুবক!

সুদীপ দাস , ১৫ এপ্রিল:- অনলাইনে ব্যাঙ্কে চাকরীর ফাঁদে পা দিয়ে খোয়া গেলো প্রায় ২৮ হাজার টাকা। প্রতারিত হয়ে পুলিশের দ্বারস্থ যুবক। চুঁচুড়া থানার উত্তর সিমলার বাসিন্দা মুন্না চৌধুরী(২৮)। দিন পনেরো আগে মুন্নার ফেসবুক অ্যাকাউন্টে কর্মসংস্থান নাম দিয়ে একটি ভূয়ো লিঙ্ক আসে। সেই লিঙ্কের সূত্র ধরেই তিনি দুটি মোবাইল নাম্বার পান। সেই নাম্বারের সাথে যোগাযোগ করে তিনি বন্ধন ব্যাঙ্কে চাকরীর প্রতিশ্রুতি পান। এরপর চাকরীর জন্য অনলাইনে ১০০ নাম্বারের পরীক্ষাও হয়। পরীক্ষার আগে আবেদন পত্র দাখিল করার জন্য ফোন পে-তে ৩০০টাকা প্রতারকের অ্যাকাউন্টে জমা করেন মুন্না। সেই পরীক্ষায় উত্তীর্ন হওয়ার পর আরও চার দফায় ফোন পে-তে মোট ২৭হাজার ৮০০ টাকা জমা করেন মুন্না।

অনলাইনে ভূয়ো জয়েনিং লেটারও পান তিনি। কথা ছিলো দিল্লী থেকে ব্যাঙ্কের এক আধিকারিক এসে চন্দননগর ফটকগোরার বন্ধন ব্যাঙ্কে মুন্নার চাকরী হবে চলতি মাসের ১২তারিখ। কিন্তু ১২তারিখ থেকে তাঁর সাথে যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারকরা। ফোনে রিং হলেও ফোন ধরা বন্ধ করে দেয় তাঁরা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বৃহস্পতিবার এবিষয়ে চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ করেন মুন্না। উচ্চমাধ্যমিক পাশ মুন্না বলেন ভেবেছিলাম ২২ হাজার টাকা মাসিক বেতনে চাকরী পাবো। তাই ধার করে অতগুলো টাকা দিয়ে দিলাম। যদি কোনভাবে পুলিশ টাকাটা উদ্ধার করতে পারে তাহলে দেনা থেকে বাঁচি!