কলকাতা , ১৩ এপ্রিল:- রাজ্যের এনফর্সমেন্ট ডিরেক্টরেট- ইডির দপ্তরে চার আধিকারিকের করোনা সংক্রমন ধরা পড়েছে। তারা সকলেই হোম আইসলেশন এ রয়েছেন। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে ওই দপ্তরের মোট ২৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৪ জনের পজিটিভ রিপোর্ট আসে।