এই মুহূর্তে কলকাতা

কৃষকদের রেহাই দিতে বাজারে আসছে সোলার পাম্প।


কলকাতা, ১৪ ফেব্রুয়ারি:- জ্বালানির ক্রম বর্ধমান দামের কারণে সেচ নিয়ে সমস্যায় পড়া কৃষকদের রেহাই দিতে রাজ্য সরকার সৌরশক্তি চালিত পাম্পের ব্যবহারে উৎসাহ দিচ্ছে। বিশেষ করে সেচের ওপর নির্ভরশীল পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে চাষের জমিতে এধরণের পাম্প ব্যবহারের জন্য একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে কৃষি দফতর সূত্রে জানা গেছে। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমায় এ ধরণের পাম্প বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। মহকুমার বিভিন্ন এলাকায় মোট ২৫টি সোলার পাম্প বসিয়ে অন্তত ২ হাজার হেক্টর জমিকে এই পাম্পের মাধ্যমে চাষের আওতায় নিয়ে আসা হচ্ছে। পাম্প বসানোর জন্য ১২জন কৃষককে রাজ্য সরকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি যন্ত্রাংশ কেনার জন্য তাঁদের আরও ৩ লক্ষ টাকা ছাড় দেওয়া হবে। প্রকল্পটি সফল হলে পরবর্তী ধাপে অন্যান্য জায়গাতেও সোলার পাম্পের ব্যবহার বাড়ানো হবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, খড়গপুর মহকুমায় এই ধরনের পাম্প ব্যবহার করে পরীক্ষামূলক ভাবে দেখা হচ্ছে কৃষকদের চাষের খরচ ঠিক কতটা কমছে। সেই হিসাব দেখে তা রাজ্যজুড়ে ধাপে ধাপে ছড়িয়ে দেওয়া হবে। এই ধরনের পাম্প বসানোর সময় একটু টাকা খরচ হয় ঠিকই, কিন্তু সারা বছর তা থেকে পরিষেবা মেলে। সোলার পাম্প ব্যবহারের মাধ্যমে চাষের সব থেকে বড় সুবিধা এতে কার্বণ নিঃসরণের পরিমাণ কার্যত শূণ্য। আর তার জেরে এটি পরিবেশবান্ধবও। তাই এই ছোট ও বড় সোলার পাম্প ব্যবহারের মাধ্যমে কৃষকেরা তাঁদের চাষের কাজ করতে পারবেন। তাতে তাঁদের খরচ অনেকটাই কমবে মনে মনে করা হচ্ছে। রাজ্যে এখনও অনেক এলাকাতেই রীতিমত ঝুঁকি নিয়ে মোটা টাকা খরচ করে চাষিরা সেচের কাজ করতেন। কিন্তু এই পাম্প ব্যবহারে সাফল্য এলে ওই সব চাষিদের আর ডিজেল বা বিদ্যুতের ওপর নির্ভর করতে হবে না।