কলকাতা, ২৪ এপ্রিল:- জোট হবে। বিজেপিও সরবে। সোমবার দুপুরে নবান্ন থেকে স্পষ্ট এবং আত্মবিশ্বাসী বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার এবং তেজস্বী যাদব। দ্রুত বিরোধীরা একসঙ্গে বসবেন। এবং বিজেপি বিতাড়নের বিরোধী প্রস্তুতি শুরু হবে।
সোমবার দুটো নাগাদ নবান্নে আসেন নীতীশ কুমার, তেজস্বী যাদব এবং নীতীশ মন্ত্রিসভার এক মন্ত্রী। মুখ্যমন্ত্রী নিচে নেমে এসে তাদের অভ্যর্থনা জানান। বহুদিন পর বাংলায় এলেন নীতীশ। উন্নয়নে বিস্মিত। বললেন, দিদি বদলে দিয়েছেন। দেখতে দারুন লাগছে। আমাদের পুরনো সম্পর্ক। বাংলার মুখ্যমন্ত্রী শাল দিয়ে তিনজনকে অভ্যর্থনা জানালেন। ছিলেন কলকাতার মহানাগরিকও। মিনিট ২৫ কথা।
তারপর সংবাদ মাধ্যমের কাছে জেডিইউ নেতা তথা বিহার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানলেন, সব বিরোধী দল একসঙ্গে হাত মিলিয়ে ২০২৪-এর ভোটে নামব। আজ আমাদের ইতিবাচক কথা হয়েছে। দেশের শাসক দল নিজেদের প্রচারে ব্যস্ত।দেশের উন্নতির জন্য এদের কোনও মাথাব্যথা নেই। এরা ইতিহাসও বদলে দিতে চাইছে। এসব বন্ধ করতে হবে। এদেরকে সরিয়ে দিতে হবে। আরজেডি নেতা তথা বিহার উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব কিছু বলতে চাননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন চড়া মেজাজে। বিজেপিকে কটাক্ষ, ওরা নিজেদের হিরো ভাবছে। ওদেরকে জিরো করতে হবে। নীতীশের কাছে তাঁর প্রস্তাব, জয়প্রকাশ নারায়নের আন্দোলন শুরু হয়েছিল বিহার থেকে। তাই বিরোধীদের প্রথম বৈঠক হোক বিহারেই। বাংলার নেত্রীর স্পষ্ট বার্তা, জোটের লক্ষ্য যদি ঠিক থাকে, তাহলে অন্য কিছু ধর্তব্যে আসে না। আর এক্ষেত্রে ইগো কোনও কাজ করবে না। নীতীশ কলকাতা থেকে লখনউ উড়ে গেলেন। অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করবেন সেখানে।