এই মুহূর্তে কলকাতা

করোনা আক্রান্ত এলাকায় নিয়মিত সমীক্ষা চালানোর নির্দেশ স্বাস্থ্য দপ্তরের।

কলকাতা , ৬ এপ্রিল:-করোনার সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর দৈনন্দিন নমুনা পরীক্ষা সংখ্যা বৃদ্ধি এবং সর্বাধিক আক্রান্ত এলাকা গুলোতে নিয়মিত সমীক্ষা চালানোর জন্য সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। বর্তমানে দৈনিক গড়ে যেখানে ২২ থেকে ২৭ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে তা বাড়িয়ে ৫০ হাজার করতে বলা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। সরকারী পরীক্ষা কেন্দ্র গুলির পাশাপাশি বেসরকারি নমুনা পরীক্ষা কেন্দ্র গুলিকেও পরীক্ষার সংখ্যা বাড়াতে বলা হয়েছে। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলোতে ফের বিশেষ কোভিড ওয়ার্ড চালু করতে বলা হয়েছে।স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বিগত কয়েকদিনে অনেকটাই বেড়েছে। হাসপাতালে করোনা রোগীর সংখ্যা গত একমাসে প্রায় ১৬ শতাংশ বেড়েছে।