এই মুহূর্তে জেলা

জননেতা কেষ্ট মুখোপাধ্যায় নামাঙ্কিত অডিটোরিয়ামের ভার্চুয়ালি উদ্বোধনে বিধায়ক।

তরুণ মুখোপাধ্যায়, ১৩ জানুয়ারি:- শিল্প সংস্কৃতির শহর শ্রীরামপুর এর মুকুটে নুতন একটি পালক যোগ হলো। এদিন বিকালে শ্রীরামপুর পৌরসভা ভবনে দ্বার উদঘাটন করা হলো নুতন একটি অত্যাধুনিক একটি অডিটোরিয়ামের। শ্রীরামপুরের প্রয়াত জনপ্রিয় নেতা তথা শ্রীরামপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান কেষ্ট মুখোপাধ্যায়ের নামাঙ্কিত এই অডিটরিয়ামটির ভার্চুয়ালি উদ্বোধন করলেন শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়। এদিন বিকেলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায়ের, বর্তমান মুখ্য প্রশাসক গৌর মোহন দে, উত্তম নাগ গিরিধারী সাহা, কো অর্ডিনেটর সহ শ্রীরামপুর শহরের বিশিষ্ট জনেরা। ভার্চুয়ালি উদ্বোধনের পর বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় বলেন ২০১১ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার গঠনের পর থেকে প্রাচীন এই শহরের দ্রুত উন্নয়ন ঘটছে স্বাস্থ্য থেকে শিক্ষা খেলাধুলার উন্নয়ন সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গড়ে উঠেছে। শ্রীরামপুর ওয়ালশ হসপিটালে সুপারস্পেস্যালিটি হসপিটাল এ পরিণত হয়েছে তৈরি হয়েছে নতুন একটি নার্সিং ট্রেনিং কলেজ।

পুর প্রশাসক গৌরমোহন দে বলেন উইলিয়াম কেরির এই শহর প্রাচীন কাল থেকেই শিক্ষা ও সংস্কৃতির অন্যতম পীঠস্থান। ৬২৫ বছরের প্রাচীন মাহেশের জগন্নাথ মন্দির যেমন রয়েছে তেমনি এই শহরের এক প্রান্ত চাতরাতে প্রাচীনকালে সংস্কৃত চর্চা কেন্দ্র ছিল। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের প্রাচীনশিক্ষা কেন্দ্র শ্রীরামপুর কলেজ গড়ে উঠেছিল উইলিয়াম কেরি জোশুয়া মার্শম্যান এবং ওয়ার্ডের হাত ধরে। শ্রীরামপুর শহরের সংস্কৃতিপ্রেমী জ্ঞানীগুণী মানুষের দীর্ঘদিনের একটা অনুরোধ ছিল যদি একটা এখানে অডিটোরিয়াম বা প্রেক্ষাগৃহ করা যায়, তার জন্য পুরসভার উদ্যোগে থেকে এবং আমাদের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়ের বিধায়ক তহবিলের সহায়তায় অডিটোরিয়ামটি তৈরি হল এর সঙ্গে সঙ্গে এই শহরের ইতিহাস প্রসিদ্ধ টাউন হল এরও আমূল সংস্কার করা হচ্ছে, এবং অচিরেই এটি শ্রীরামপুর শহরবাসীর উদ্দেশ্যে তুলে দেয়া হবে। ফলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এই শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক এই হলটি তে অনুষ্ঠিত হবে। এদিনের অনুষ্ঠান টি পুরসভার মহিলা কর্মীদের নাচ এবং গান এ প্রাণবন্ত হয়ে ওঠে।