হাওড়া, ১ মার্চ:- কোভিড বিধি মেনেই আসন্ন বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ভোটকেন্দ্রে ভোটকর্মী থেকে শুরু করে ভোটার সকলকেই মানতে হবে কোভিড বিধি। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মানতে হবে সামাজিক দূরত্ব। সোমবার সন্ধ্যায় হাওড়ায় এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য। তিনি বলেন, ভোটারদের ভোটের লাইনে দাঁড়াতে হবে সামাজিক দূরত্ব মেনে। বুথের বাইরে সার্কেল মার্কিং করা থাকবে ভোটারদের জন্য। সেখানেই দূরত্ব বিধি মেনে ভোটের লাইনে দাঁড়াতে হবে। এছাড়াও ভোটকেন্দ্রে মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। কোভিড বিধি মেনেই এবার ভোট হবে। নিরাপত্তার বিষয়টিও এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে। ভোটাররা কোনও সমস্যায় পড়লে সেক্ষেত্রে ১৯৫০ এই নাম্বারে ডায়াল করে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে জেলাশাসক জানিয়েছেন।
এবার হাওড়ায় এবার মহিলা ভোটারের সংখ্যা বৃদ্ধি হয়েছে। নতুন ভোটারের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন। উল্লেখ্য, হাওড়ায় এবার মোট ভোটার সংখ্যা ৩৯ লক্ষ ৯৮ হাজার ১৬৩ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ২০ লক্ষ ৫১ হাজার ৪৯৬ জন। এবং মহিলা ভোটার ১৯ লক্ষ ৪৬ হাজার ৫৬১ জন। এবছর হাওড়া মোট ভোটগ্রহণ কেন্দ্র ৫,৫৫৬টি। হাওড়া হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় মোট ভোটগ্রহণ কেন্দ্র ২,৬১২টি এবং গ্রামীণ এলাকায় ২,৯৪৪টি। হাওড়ায় ভোটগ্রহণ কেন্দ্র একতলায় স্থান পরিবর্তন করা হয়েছে মোট ৫১৯টি। ফেজ তিনের নির্বাচনে ৭টি বিধানসভা নেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। নমিনেশন জমা দেওয়ার দিন ১২ মার্চ থেকে ১৯শে মার্চ পর্যন্ত। স্ক্রুটিনি করা হবে ২০ মার্চ। নাম প্রত্যাহারের শেষ দিন ২২ মার্চ। ভোট ৬ এপ্রিল। মোট ভোটগ্রহণ কেন্দ্র ২,৪৩২টি। অপরদিকে, ফেজ চারের নির্বাচনে ভোট নেওয়া হবে ৯টি বিধানসভা কেন্দ্রে। এই ফেজে নমিনেশন জমা দেওয়ার দিন ১৬ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত। স্ক্রুটিনি হবে ২৪ মার্চ। নাম প্রত্যাহারের শেষ দিন ২৬মার্চ। ভোট হবে ১০ এপ্রিল। মোট ভোটগ্রহণ কেন্দ্র ৩,১২৪টি।