এই মুহূর্তে জেলা

ঘুসুড়িতে গুলি করে খুনের ঘটনার কিনারা। গ্রেফতার ৬।

হাওড়া , ১ মার্চ:- মালিপাঁচঘড়ার ঘুসুড়িতে গুলি করে খুনের ঘটনার কিনারা করল পুলিশ। ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার নেপথ্যে রয়েছে এলাকা দখলের লড়াই। গত শুক্রবার এর জেরে বিশাল মাহাতোকে গুলি করে খুন করা হয়। শুক্রবার দুপুরে ঘুসুড়ির গোঁসাইঘাটে ওই গুলিকান্ডের ঘটনা ঘটে। বিশালকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশ রবিবার ৬ জনকে গ্রেফতার করে। ধৃতেরা হলো খুরশিদ আনসারি ওরফে পিণ্টু, আনোয়ারুল হক ওরফে দুলারা, নেহাল আনসারি ওরফে মনু, শাহিদ আনসারি, রোহিত জয়সওয়াল এবং বিক্রম গুপ্তা। ধৃতদের সোমবার হাওড়া আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেপাজত হয়। বিশাল মাহাতোর বাবা বিজয় মাহাতো কয়েক বছর আগে খুন হন। সেই অভিযোগে বেশ কয়েকজন অভিযুক্ত অনেকদিন জেলও খেটেছিল।

বিশালের বাবা বিজয় ওই এলাকার একজন প্রভাবশালী লোক ছিলেন। দুষ্কৃতীদের সঙ্গেও তার ওঠাবসা ছিল। বিশালও তার বাবার পথ অনুসরণ করেছিলেন বলে স্থানীয় সূত্রের খবর। এই ঘটনায় মূল গোলমালের সূত্রপাত মাস দেড়েক আগে। প্রায় লাখ দুয়েক টাকার বিনিময়ে বিশালকে খুন করার পরিকল্পনা হয়। খুনের জন্য বিশালকে পরপর কয়েকদিন অনুসরণও করে আততায়ীরা। যে বাইকটি এক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল, সেটির নম্বর প্লেট এই কাজের জন্য বদলে ফেলা হয় বলে জানা গেছে। শুক্রবার ঘুসুড়ি এলাকায় শীতলা মায়ের স্নানযাত্রার ভিড় নিয়ন্ত্রণে পুলিসের বড় অংশের ব্যস্ত থাকার সুযোগকে কাজে লাগিয়ে এই খুন করা হয়। এলাকার সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।