এই মুহূর্তে জেলা

২০২১ এর ভোট হবে সাম্প্রদায়িকের বিরুদ্ধে , মায়ের ইজ্জত বাঁচানোর ভোট , হাওড়ায় বললেন ত্বহা সিদ্দিকী।

হাওড়া , ৩০ জানুয়ারি:- “ভারত স্বাধীন হওয়ার পর থেকে যত ভোট হয়েছে তা হয়েছে উন্নয়নের নিরিখে ভোট। কখনো কংগ্রেস, কখনো বামফ্রন্ট, কখনো তৃণমূল বলেছে আমরাই উন্নয়ন করেছি। মানুষ যাকে মনে করে করেছে ভোট দিয়েছে। কিন্তু, এবার ২০২১এর ভোট হবে সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট। কি হিন্দু, কি মুসলমান আমরা যারা এই বাংলায় আছি, এই ভোট আপনার আমার মায়ের ইজ্জত বাঁচানোর ভোট হবে। আপনার আমার মেয়ের ইজ্জত বাঁচানোর ভোট হবে। কাকে ভোট দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু, আপনারা সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট দেবেন। উন্নয়নের পক্ষে ভোট দেবেন।”

শনিবার হাওড়ার ৪৫ নম্বর ওয়ার্ডের লিচুবাগানে এক রক্তদান শিবির ও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে এলাকায় ( সাউথ হাওড়া জোনে ) কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। তিনি বলেন, “একটা গিরগিটিও বলল রাজনৈতিক নেতাদের মতো বারবার রং বদলাতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হলাম।” এদিন ত্বহা সিদ্দিকী বলেন, “৩৪ বছরে যা কাজ হয়নি, এই সরকার আসার পর অনেক উন্নয়ন হয়েছে। ফুরফুরা শরিফে কোটি কোটি টাকার উন্নয়ন করেছে। কিন্তু যত চাওয়া ততটা আমরা পাইনি। এটা মমতা কেন, আল্লা দিলেও আপনি মানতে রাজি হবেন না।”