এই মুহূর্তে কলকাতা

আজ রাজ্যে প্রধানমন্ত্রী, আগামীকাল চারটি নির্বাচনী জনসভা মোদীর।

কলকাতা, ১১ মে:- লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রাজ্যে আসছেন। রাতে কলকাতায় পৌঁছানোর পর তিনি রাজভবনে রাত্রিবাস করবেন। আগামীকাল তাঁর পর পর চারটি জনসভা রয়েছে। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের সমর্থনে জগদ্দলে প্রধানমন্ত্রী প্রথম জনসভাটি করবেন। এরপরে হাওড়ার পাঁচলা, হুগলির চিনসুরা ও পুরশুরায় পরপর তিনটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শহরে বেশকিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করার কথাও জানানো হয়েছে। আহ বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত উল্টোডাঙা ফ্লাইওভার, ইএম বাইপাস, মা ফ্লাইওভার, এজেসি বোস ফ্লাইওভার,

হসপিটাল রোড, লাভার্স লেন, খিদিরপুর রোড, জেনসন অ্যান্ড নিকলসন আইল্যান্ড, রেড রোড, আর আর অ্যাভিনিউ এবং রাজভবনের দক্ষিণ গেটের কাছে থাকা রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে। পাশাপাশি ওই এলাকাগুলিতে সমস্ত রকম পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করার সঙ্গে সঙ্গে প্রয়োজনে সম্পূর্ণ বন্ধও রাখা হতে পারে।আগামিকাল, রবিবার, ১২ মে সকাল পৌনে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজভবনের দক্ষিণ গেট, আর আর অ্যাভিনিউ, রেড রোড, জেনসন ও নিকলসন রোড, খিদিরপুর রোড, ১১ নম্বর ফারলং গেট ও দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। আজ, শনিবার সকাল ৬টা থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত রাজভবনের চারিদিকে সমস্ত রকমের পণ্যবাহী গাড়ির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।