এই মুহূর্তে জেলা

মহাত্মা গান্ধীর ৭৪ তম তিরোধান দিবসে গান্ধী ঘাটে রাজ্যপাল।

ব্যারাকপুর , ৩০ জানুয়ারি:- শনিবার সকালে জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৪ তম তিরোধান দিবস উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে ব্যারাকপুর গান্ধী ঘাটে আসেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল স্বস্ত্রীক শ্রী জাগদীপ ধনকার। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু,পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়,ব্যারাকপুরের নগরপাল শ্রী মনোজ ভার্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সস্ত্রীক রাজ্যপাল গান্ধী ঘাটে সর্বধর্ম সমন্বয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে তিনি গান্ধীর স্মৃতি স্তম্বে সস্ত্রীক পুষ্পার্ঘ অর্পন করেন।

রাজ্যপাল ছাড়াও এদিন মন্ত্রী ব্রাত্য বসু,মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় সহ অন্যন্য বিশিষ্টরাও গান্ধী স্মৃতি স্তম্বে পুষ্পার্ঘ অর্পন করেন। অনুষ্ঠান শেষে রাজ্যপাল জগদীপ ধনকর আজকের দিনে সবাইকে মহাত্মা গান্ধীর নিতি ও আদর্শকে অনুসরন করার আহ্বান জানান। পাশাপাশি মানুষের কাছে মহাত্মা গান্ধীর নিতি ও আদর্শকে তুলে ধরার কথাও বলেন। তিনি আরও বলেন,আজকের দিনটি সেই সমস্ত ত্যাগী মানুষদের স্বরন করার দিন। যাদের ত্যাগের ফলে আজ আমরা একটি গনতান্ত্রীক দেশে বাশ করছি। তাই এদিন তিনি মহাত্মা গান্ধীর অহিংস্য নিতিকে অনুসরন করার পরামর্শও দেন সবাইকে।