হাওড়া, ২৪ অক্টোবর:- হাওড়ার মোল্লা পাড়া লেন দীনু মাস্টার লেন ডিফেন্স পার্টি পূজা কমিটির এবছর ৩৭ তম বর্ষ। সাবেকি এই পুজোয় রয়েছে সম্প্রীতির ছোঁয়া। ১৯৮৪ সালে এই পুজোর পথ চলা শুরু হয়েছিল। ৩৭ তম বছরের এই পুজো নামে বারোয়ারী হলেও এই পুজো সম্পূর্ণ পারিবারিক পুজোর পরিবেশে হয়ে থাকে। কয়েকটি পরিবার মিলে এই পুজোর আয়োজন করা হয়। আরেকটি বিশেষত্ত্ব হলো এখানে হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে থাকেন।