হুগলি, ১ নভেম্বর:- হুগলি জেলার উত্তরপাড়া পুরসভার মুকুটে আবার একটা নতুন পালক।রাজ্যের মধ্যে প্রথম পুরসভার উদ্যোগে তৈরি হতে চলেছে আন্তর্জাতিক মানের সুইমিং পুল। ৮০ কাঠা জমির মধ্যে তৈরি হতে চলছে আন্তর্জাতিক মানের এই সুইমিং পুল। যেখানে আগামী দিনে মানুষ আন্তর্জাতিক সুইমিং প্রতিযোগিতাও দেখতে পাবে। ইতিমধ্যেই এই সুইমিং পুলের ম্যাপের ছবি সকলের নজর কেড়েছে। সাত কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই অত্যাধুনিক মানের সুইমিং পুল। এই খবর ছড়িয়ে পড়ার পরেই খুশির হওয়া হুগলি জেলা জুড়ে। এই বিষয়ে পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব বলেন, মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন স্বার্থক হতে চলেছে। এটা শুধু উত্তরপাড়া নয় জেলার একটা গর্ব। এই সুইমিং পুল আশা করা যাচ্ছে আগামী দেড় বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। আর এটা সম্পূর্ণ হওয়ার পর রাজ্যের মানুষ একটা অত্যাধুনিক মানের সুইমিং পুল পাবে।
আর এই বিষয়ে পুরপারিষদ ইন্দ্রজিৎ ঘোষ বলেন,তারা পুরসভার তরফ থেকে সমস্ত বিষয়টা ঠিক করে ফেলেছেন। উত্তরপাড়া ১০ নম্বর ওয়ার্ডের বি এ মাঠে এই অত্যাধুনিক মানের সুইমিং পুল তৈরি হচ্ছে।আর এটা শুধু জেলার মধ্যে নয় রাজ্যের মধ্যে প্রথম কোনো পুরসভা এই অত্যাধুনিক মানের সুইমিং পুল করছে। এখানে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট করতে যা যা সুযোগ সুবিধা থাকা উচিৎ এই সুইমিং পুলে সেগুলো সবই থাকবে। আর এটা সত্যি খুবই আনন্দের খবর যে মানুষের জন্য তারা এটা করতে পারছে। এই অত্যাধুনিক সুইমিং পুল হওয়ার বিষয়ে উত্তরপাড়ার এক বাসিন্দা বলেন, এই খবরটা সত্যি খুবই খুশির খবর। উত্তরপাড়া পুরসভা এমনিতেই রাজ্যের মধ্যে প্রথম তৈরি হওয়া পুরসভা। এই পুরসভার উদ্যোগে এখনকার মানুষ সমস্ত উন্নত পরিষেবা পাচ্ছে। ব্যাপক উন্নয়ন হয়েছে এলাকায়।এবার আবার আন্তর্জাতিক মানের সুইমিং পাবে তারা এটা খুবই গর্বের বিষয়।