এই মুহূর্তে কলকাতা

বন্যা বিধ্বস্ত তেলেঙ্গানার পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ।

কলকাতা , ২০ অক্টোবর:- বন্যা বিধ্বস্ত তেলেঙ্গানার পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ। প্রবল বন্যায় বিপর্যস্ত সে রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়ে অর্থ সাহায্য করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেলেঙ্গানার বন্যা পরিস্থিতি নিয়ে তিনি আজ সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাও এর সঙ্গে টেলিফোনে কথা বলেন। পরে তাকে চিঠি লিখে আনুষ্ঠানিকভাবে অর্থ সাহায্যের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন সাম্প্রতিক বন্যায় তেলেঙ্গানায় বহু মানুষের জীবনহানি হয়েছে, অর্থ এবং সম্পত্তির ক্ষতি হয়েছে। আম্ফান বিধ্বস্ত পশ্চিমবঙ্গ সেখানকার মানুষের দুরবস্থার কথা অন্তর থেকে উপলব্ধি করতে পারছে। তাই সহমর্মিতা নিদর্শন স্বরূপ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দু কোটি টাকা অনুদান দেওয়ার কথা জানিয়েছেন মমতা।

তিনি লিখেছেন তেলেঙ্গানার ভাই বোনদের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের প্রীতি ও সহানুভূতি নিদর্শন স্বরূপ এই টাকা দেওয়া হচ্ছে। সপ্তাহখানেক ধরে লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন তেলেঙ্গানার একাংশ। বিশেষ করে হায়দরাবাদের পরিস্থিতি বেশ ভয়াবহ। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬ হাজার কোটি টাকা।গোটা রাজ্যে এখনও পর্যন্ত মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে কমপক্ষে ৩৭ হাজারের মতো পরিবার। একাধিক এলাকায় জলের স্তর প্রায় ২ ফুট পর্যন্ত উঠে গিয়েছে। অনেক জায়গায় গাড়ি পর্যন্ত ভেসে বেড়াচ্ছে। এদিকে রাজ্য সরকারের তরফ থেকে ৫৫০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা হয়েছে।দিল্লি তামিলনাড়ু সহ বিভিন্ন রাজ্য আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে।