এই মুহূর্তে জেলা

দুর্গাপূজা নিয়ে যারা হাইকোর্টের রায় মানছে না , তাঁদের কোভিড হাসপাতাল গুলিতে ডিউটি দেওয়া হোক- লকেট।

সুদীপ দাস , ২০ অক্টোবর:- দূর্গাপুজো নিয়ে হাইকোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে। এই রায়কে সন্মান করি। তৃণমূলের যারা এই রায় মানছে না তাঁদের কোভিড হাসপাতাল গুলিতে ডিউটি দেওয়া হোক। আজ চুঁচুড়ার ৩ নম্বর গেটের দূর্গাপুজোর উদ্বোধনে এসে একথাই বললেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। তিনি বলেন হাইকোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে মানুষের জন্য, যেটা মানুষ বুঝতে পারছে; কিন্তু সরকার বুঝতে পারছে না।

পুজোয় সরকারি অনুদান দেওয়া প্রসঙ্গে লকেটের বক্তব্য মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে টাকা দিচ্ছে আর ক্লাবে বোমা বিষ্ফোরন হচ্ছে। মুখ্যমন্ত্রী চঅইছেন ক্লাবগুলি সন্ত্রাস তৈরী করুক। মুখ্যমন্ত্রী যুব সমাজকে বুঝিয়ে দিতে চায় সন্ত্রাস করে আগামি দিনে ভোটে জিততে হবে, তাহলে আগামি বছর ৫০ এর বদলে এক লক্ষ করে টাকা পাবে। তিনি বলেন কোর্ট বলছে টাকা দিয়ে মাস্ক, স্যানিটাইজার কিনতে কিন্তু আমি শুনছি মুখ্যমন্ত্রী নাকি ক্লাবগুলোকে বলছে ভূয়ো বিল করতে! এখন আসলে প্রত্যেকটা ক্লাবের থাকা টাকা ফেরত নিয়ে নেওয়া উচিত।