এই মুহূর্তে জেলা

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে হাওড়ায় তৃণমূলের মিছিল।


হাওড়া , ৮ সেপ্টেম্বর:- বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে হাওড়ায় প্রতিবাদ মিছিল করল তৃণমূল। মঙ্গলবার বেলা ১০টা নাগাদ দলের হাওড়া জেলা সদরের চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিবপুর ট্রামডিপো থেকে ওই মিছিল শুরু হয়। এরপর জিটি রোড, সন্ধ্যাবাজার, মল্লিক ফটক হয়ে হাওড়া ময়দানে এসে মিছিল শেষ হয়। মিছিলে সোস্যাল ডিসট্যান্স বজায় রেখেই কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক অংশ নেন বলে তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন দলের জেলার নেতৃবৃন্দ। মিছিলে শ্লোগান ওঠে, ‘বাংলার পাওনা ৫৪ হাজার কোটি টাকা কোথায় গেল কেন্দ্রের বিজেপি সরকার জবাব দাও’। এদিনের মিছিলে এত কর্মী সমর্থকের উপস্থিতি একুশের বিধানসভা ভোটের আগে দলকে চাঙ্গা করবে কিনা এ বিষয়ে অরূপ রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন,

“যারা ( বিজেপি ) বাংলা দখল করার স্বপ্ন দেখছে, যারা বাংলার জন্য কখনো কোনও কিছু ত্যাগ করেনি, বাংলার জন্য একবিন্দু রক্ত ঝরায়নি তারা যদি হঠাৎ করে বাংলা দখল করার স্বপ্ন দেখে সেই স্বপ্ন কি সত্যি হয় ? তা হয়না। বাংলায় আমাদের ইটে কাঠে সংগঠন। আমরা বাংলায় শক্তিশালী। আবার আমরা দুশোর বেশি আসন জিতে ক্ষমতায় আসব। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কেন্দ্রীয় সরকার বাংলাকে দখল করার জন্যে ইচ্ছাকৃতভাবে বাংলাকে বঞ্চনা করছে। বাংলার পাওনা দিচ্ছে না। বাংলা থেকে জিএসটি বাবদ ও অন্যান্য কর বাবদ রেভিন্যুউ আদায় করে নিয়ে যাচ্ছে তার অংশ বাংলাকে দিচ্ছে না। ৫৪ হাজার কোটি টাকা আমাদের পাওনা আছে। দিচ্ছে না। এই পরিস্থিতির মধ্যেও বাংলাকে চলতে হচ্ছে। বাংলার মানুষকে তারা বঞ্চনা করছে। এর বিরুদ্ধেই আজকের প্রতিবাদ মিছিল’।