এই মুহূর্তে জেলা

প্রমোটারদের নিজেদের মধ্যে মারামারি, গ্রেফতার হওয়া প্রমোটারকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ।

হুগলি, ১ আগস্ট:- প্রমোটারি ব্যবসায় সন্দেহ অবিশ্বাস থেকে বিবাদ আর তার জেরে অরূপ ঘোষ ও তার জামাইবাবু অরিজিৎ বসুকে মারধোর করা হয় বলে অভিযোগ। ব্যবসার দুই পার্টনার প্রদীপ ভট্টাচার্য এবং বিজয় দাস গত ২৪ তারিখে কোন্নগর বকুলতলা এলাকায় অবস্থিত তাদের অফিসে দুজনকে মারধর করে বলে অভিযোগ। সেই সময় অরিজিৎ কে বাঁচাতে গিয়ে আহত হন তার স্ত্রী। সেই মারধরের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। গুরুতর আহত অবস্থায় অরিজিৎ বসু একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য ভর্তি হন। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের হয়।

পরবর্তী সময়ে চন্দননগর পুলিশ কমিশনারেরটের উত্তরপাড়া থানার পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত প্রোমোটার প্রদীপ ভট্টাচার্যকে। অভিযুক্ত আরেক প্রোমোটার বিজয় দাস পলাতক। প্রদীপ ভট্টাচার্যকে উত্তরপাড়া থানার পুলিশ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ হেফাজতে থাকা প্রমোটারকে বকুলতলা আবাসনে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রশাসনিক সভা থেকে আইন-শৃঙ্খলার বিষয় পুলিশকে করা পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। এই ঘটনার পর কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস জানিয়েছিলেন, এই ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, পুলিশ নিরপেক্ষ তদন্ত করে কড়া পদক্ষেপ গ্রহণ করবে। ধৃত প্রমোটার যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।