হাওড়া , ৬ আগস্ট:- রেল পুলিশের তৎপরতায় উদ্ধার হল এক কিশোরী । বুধবার তাকে হাওড়া স্টেশন থেকে উদ্ধার করা হয় । রেল পুলিশ সূত্রে জানা গেছে , বছর পনেরোর ওই কিশোরী সকাল এগারোটা নাগাদ হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্স এলাকায় ইতস্তত ঘোরাঘুরি করছিল । বিষয়টি নজরে আসে আরপিএফের । সেখানে তাকে একা দেখে সন্দেহ হয় রেল পুলিশের । তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে কিছু বলতে পারছিল না সে । এরপর তাকে নিয়ে আসা হয় অফিসে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের সময় তার বাড়ি উত্তরপ্রদেশে বলে জানায় । কিন্তু তার বাড়ির ঠিকানা সে জানাতে পারেনি । এছাড়াও তার বাবা এবং মায়ের নামও পরিষ্কার ভাবে জানাতে পারছিলনা সে । উত্তরপ্রদেশ থেকে সে কিভাবে হাওড়ায় এল তাও সে জানেনা বলে পুলিশকে জানিয়েছে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান , সে সামান্য হলেও মানসিক ভারসাম্যহীন। এরপর রেল পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে । তারা এসে কিশোরীর মেডিকেল পরীক্ষা করায় । পরে তাকে হাওড়ার বাগনানের একটি হোমে পাঠানো হয়।