এই মুহূর্তে জেলা

ভুয়ো টেস্টিংয়ের নামে যারা মানুষকে প্রতারণা করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার- মুখ্যমন্ত্রী।


নবান্ন , ৬ আগস্ট:- অনেক সংস্থা ভুয়ো টেস্টিংয়ের নামে মানুষকে প্রতারণা করছেন । ভয় দেখাচ্ছেন । যারা এসব করছেন তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে সরকার । হাসপাতালে যেসব করোনা রোগী ভর্তি আছেন তাদের শারীরিক অবস্থা কেমন , রক্তচাপ, অক্সিজেনের মাত্রা বা অন্যান্য তথ্য বিস্তারিত জানানো হবে । সাধারণ মানুষের ওয়েবসাইটে ক্লিক করলে তা দেখতে পাবেন । আমরা টেস্টিং ও ট্রেসিং বাড়াচ্ছি । তাই আক্রান্তের সংখ্যা বাড়ছে । এ নিয়ে ভয় পাওয়ার কারণ নেই এটা না করলে রোগ আরো ছড়াবে ।’ বৃহস্পতিবার নবান্নে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত ১০ লাখ ২৫ হাজার টেস্ট হয়েছে রাজ্যে। বাড়ানো হয়েছে বেডের সংখ্যা। এই মুহূর্তে সেফ হোম ও কোভিড হাসপাতাল মিলিয়ে মোট ২৩ হাজার ৫০০ বেড আছে । কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের দায়িত্বে আছেন ৯৬ জন ডাক্তার ।

এই ব্যবস্থা গোটা দেশের মধ্যে এ রাজ্যে প্রথম । এখন হাসপাতালে ভর্তি আছেন ৪১৩৫ জন করোনা আক্রান্ত । মোট অ্যাক্টিভ কেসের মধ্যে ১৮% রোগী হাসপাতালে ভর্তি আছেন । হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে ১১৪৪ জন গুরুতর , ১০৪৩ জনের মাঝারি মাত্রার উপসর্গ রয়েছে । ১৯৪৬ জনের হালকা উপসর্গ রয়েছে । রাজ্যে সুস্থতার হার ৭০.০৪% । মৃত্যুর হার ২.২% । যত জন মারা যাচ্ছেন তার মধ্যে কোমর্বিডিটি বা অন্যান্য অসুখে মারা যাওয়ার সংখ্যা ৮৭.৬% । দেরিতে হাসপাতলে আসার জন্য ৭০% রোগী মারা গেছেন । মুখ্যমন্ত্রীর পরামর্শ , যাদের অন্যান্য শারীরিক জটিলতা আছে তাদের করোনার উপসর্গ দেখা দিলে রোগ না লুকিয়ে দ্রুত ডাক্তার দেখান।