এই মুহূর্তে জেলা

নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা বিডিও অফিসের কর্মীর।

হুগলি, ১১ অক্টোবর:- নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা পোলবা বিডিও অফিসের কর্মির! আশঙ্কা জনক অবস্থায় প্রথমে পোলবা পরে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পোলবা বিডিও অফিসের চতুর্থ শ্রেণীর কর্মি শঙ্কর রুই দাস (৫৫)। ঢ্যাড়া পেটানোর কাজ করেন তিনি। আজ অফিসের ভিতর তাকে ছুরিকাহত হয়ে পরে থাকতে দেখেন অন্য কর্মিরা। তার হাতের পাশে একটি ফল কাটার ছুরি পরে ছিল।

প্রায় অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে পোলবা গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করেন পোলবা বিএমওএইচ কৌশিক মন্ডল। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পোলবা থানার পুুলিশ সূত্রে জানা গেছে ওই কর্মির বাড়ি দাদপুর থানার তালচিনান গ্রামে। গত তিন চার দিন অফিসে আসেননি শঙ্কর। আজ অফিসে এসে এই কান্ড ঘটনা। পারিবারিক অশান্তির কারনে এই ঘটনা।কর্মির পরিবারকে খবর দেওয়া হয়েছে।