এই মুহূর্তে জেলা

খানাকুলে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস।

আরামবাগ , ৫ জুন:- আরামবাগ মহকুমার খানাকুল এক নম্বর ব্লকের রায় বার এলাকায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। ৫ ই জুন পরিবেশ দিবস উপলক্ষ্যে এদিন রায় বার স্কুল সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন করা হয়। উপস্থিত ছিলেন খানাকুল এক নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হক,স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিশিষ্ট জনেরা। উল্লেখ্য বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত একটি দিবস। এই দিনটিতেই জাতিসংঘে মানবিক পরিবেশ কনফারেন্স শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ জুন থেকে ১৬ জুন অবধি। এই কনফারেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা।

দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়।এই বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম ‘বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার করা’ (Ecosystem Restoration)। বর্তমান অন্ধকারময় পরিস্থিতিতে অতীতকে ফেরানো সম্ভব নয় ঠিকই। কিন্তু আমরা গাছ লাগাতে পারি, আমাদের আশেপাশের  শহরকে আরও সবুজ করতে পারি, বাড়ির বাগান পুনর্নির্মাণ করতে পারি, নিজেদের ডায়েট পরিবর্তন করতে পারি এবং নদী ও উপকূল পরিষ্কার রাখতে পারি। আমরা এমন একটি প্রজন্ম যারা এই সবের মাধ্যমে প্রকৃতির শান্তি বজায় রাখতে পারি। আর সেই জন্যেই এবছর এই থিমটি বেছে নেওয়া হয়েছে।এই বিষয়ে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হক জানান, গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ দিবস পালন করা।ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েরা যাতে সুস্থ ও স্বাভাবিক থাকে সেই জন্য আরও বেশি করে গাছ লাগানো প্রয়োজন। সবমিলিয়ে এদিন খানাকুলে পরিবেশ সুস্থ ও স্বাভাবিক রাখতে ব্যাপক হারে বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশ দিবস পালিত হয়।