হুগলি , ২ জুলাই:- এ যেন আবোল দেশের তাবোল রাজা , মুখ্যমন্ত্রী নিজেই ম্যাজিসিয়ান , নিজেই ফিজিসিয়ান আবার নিজেই বৈজ্ঞানিক হয়ে গেছেন । উনি বিশেষজ্ঞদের কোন মতামত না নিয়েই নিজের মত করে লকডাউনের দিন ঠিক করে দিলেন । আজ হুগলিতে এসে এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপি নেতা রাজু ব্যানার্জী । এদিন হুগলির শেওড়াফুলিতে প্রায় ৬০০ বছরের পুরনো সব্জি বাজার স্থানান্তরের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি আসেন । সেখানে এসে বাজারের সব্জি ব্যাবসায়ীদের সাথে কথা বলেন তিনি । এরপর তিনি বলেন এত বছরের একংতি ঐতিহাসিক বাজারকে তৃণমূল অন্যত্র স্থানান্তর করছে ।
আর সেখানে লাখ-লাখ টাকা কাটমানির বিনিময়ে নতুন লোকদের বসিয়ে দিচ্ছেন । এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করছি । এখানে এসেই আগামি ৫ তারিখ রাজ্যের লকডাউন প্রসঙ্গে তিনি বলেন যেদিন আদর্শ পুরুষ রামের মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী সেদিন যাতে সনাতন ধর্মের লোকেরা রাস্তায় বেরিয়ে আনন্দ উদযাপন করতে না পারে তাই সেদিন লকডাউন ডাকা হয়েছে । এরপরই তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন উনি তো মুখে কিছু বলতে পারছেন না , কিন্তু ওঁনার বুকে খুব ব্যাথা । পাশাপাশি সেদিন রাস্তায় সাধারন মানুষ বেরোবেই বলে হুঁশিয়ারি দিয়ে বলেন । যদি সেদিন রাজ্য সরকার তাঁদেরকে যদি আটকায় তাহলে বাংলায় আগুন জ্জ্বালিয়ে দেবো।