এই মুহূর্তে জেলা

বর্ষার বৃষ্টিতে জলমগ্ন এলাকা। বেনারস রোডে অবরোধ স্থানীয় বাসিন্দাদের।

হাওড়া , ১৫ জুলাই:- একে বর্তমানে করোনা পরিস্থিতি, তার উপর বৃষ্টির জমা জল। দুর্ভোগের শিকার হাওড়ার ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা। উপায় না দেখে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদের ওয়ার্ডেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। এর জেরে যানজট হয় বেনারস রোডে। পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। এলাকায় জল জমে থাকার প্রতিবাদেই বুধবার পথ অবরোধ করেন কয়েক’শ মানুষ। অভিযোগ, পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বামুনগাছি ‘ই’ রোডের বিস্তীর্ণ এলাকা বৃষ্টির জলে এখনও জলমগ্ন হয়ে রয়েছে। কয়েক হাজার মানুষ দিনের পর দিন ভোগান্তিতে দিন কাটাচ্ছেন সেখানে।

অভিযোগ, দূষিত দুর্গন্ধময় জল ঢুকছে ঘরের ভিতরে। সেই জলের উপর দিয়েই যাতায়াত করতে হচ্ছে। আরও অভিযোগ, একদিন বৃষ্টি হলেই সেখানে এলাকা জলমগ্ন হয়ে যায়। বাসিন্দাদের আরও অভিযোগ, বড় বড় পাম্প লাগিয়ে অন্য এলাকার দূষিত জল ওই এলাকায় ফেলে দেওয়া হচ্ছে।ক্ষুব্ধ এলাকাবাসী আজ বেনারস রোড রোড অবরোধ করেন। অবরোধ চলে প্রায় ঘণ্টা দুয়েক। লিলুয়া থানা এবং ব্যাঁটরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গে এলাকাবাসীর বচসা বেধে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে এবং আশ্বাসে অবরোধ ওঠে। বাসিন্দারা হুঁশিয়ারি দেন আগামী ৪৮ ঘন্টার মধ্যে এর সুরাহা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।