এই মুহূর্তে জেলা

প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিলেন হাওড়ার মানুষ। আলো নিভিয়ে জ্বলল বাতি, মোবাইলের ফ্ল্যাশ লাইট।

 

হাওড়া, ৫ এপ্রিল:- করোনা ভাইরাসের কারণে যেভাবে দেশ জুড়ে সঙ্কটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার বিরুদ্ধে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। এর আগে গত ২৫ মার্চ প্রথমে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন তিনি। ঠিক তার ৯ দিনের মাথায় ফের দেশবাসীর উদ্দেশে করোনা নিয়ে ভাষণ দেন মোদী। সেই ভাষণে তিনি বলেন, “৫ এপ্রিল আপনাদের সকলের কাছ থেকে ৯ মিনিট সময় চেয়ে নিচ্ছি। ওই দিন রাত ৯টায় ৯ মিনিটের জন্য সকলে ঘরের আলো নিভিয়ে রাখুন। ওই সময় বাড়িতে থেকেই প্রদীপ, মোমবাতি, টর্চ জ্বালান। তাও যদি না হয়, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান।” প্রধানমন্ত্রীর সেই আহ্বানে সাড়া দিয়ে আজ ৯টায় হাওড়ার মানুষও এগিয়ে এলেন। ৯টা বাজতেই নিভিয়ে দেওয়া হয় ঘরের আলো। মোমবাতি, প্রদীপ, টর্চ থেকে শুরু করে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে সকলেই এই করোনা যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার বার্তা দেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.