উঃ২৪পরগনা , ১৫ জুলাই:- একদিকে যখন রাজ্যে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে,চিকিৎসা না পেয়ে প্রায় প্রত্যেক দিন মৃত্যুর অভিযোগ উঠছে একাধিক হাসপাতালের বিরুদ্ধে ঠিক তখনই কামারহাটি বিধানসভার , সিপিআইএম টেক্স ম্যাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির উদ্যোগে বুধবার হয়ে গেল “কোভিড ১৯ আই জি জি”,স্বল্প মূল্যে এন্টিবডি টেস্ট। প্রায় ১০০ জন ব্যক্তি এদিন এই টেস্ট করান।এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা বাদশা মৈত্র।তিনি নিজেও এন্টিবডি টেস্ট করেন এই শিবিরে।গত ২৩শে মার্চ বিকেল ৫ টায় রাজ্যে লকডাউন শুরু হওয়ার পর থেকে কামারহাটি বিধানসভার একাধিক জায়গায় কখনো কমিউনিটি বাজারে ,কখনো কমিউনিটি কিচেনের মাধ্যমে এলাকার দুস্থ মানুষদের হাতে খাদ্য দামগ্রী তুলে দিয়েছেন সিপিআইএম নেতৃত্ব। আমফান পরবর্তী সময়ে স্বরূপনগর,
মিনাখার একাধিক জায়গায় আমফান বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশপ্রিয় নগরের বামকর্মীরা। এদিনের এই শিবির নিয়ে সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য প্রদীপ মজুমদার বলেন “কোভিড মোকাবিলায় সরকার তার ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। একাধিকবার আমরা দাবি করেছি কোভিডের পাশাপাশি ননকোভিডি রুগীদের চিকিৎসা করতে হবে।সরকার শোনেন নি। ইচ্ছাপূরের শুভ্রজিৎ চ্যাটার্জি ও জয়নগরের অশোক রুইদাসের বিনা চিকিৎসায় মৃত্যু তার উজ্জ্বল উদাহরণ। “শিবিরের প্রধান অতিথি বাদশা মৈত্র কোভিড মোকাবিলায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন ” রাজ্য সরকার অনেকটা সময় নষ্ট করেছেন।সুপার স্পেশালিটি হসপিটালে কোনোরকম পরিকাঠামো উন্নতি করতে ব্যর্থ হয়েছেন।” কোভিড মোকাবিলায় সামনের সারিতে কাজ করা মানুষদের এন্টিবডি টেস্টের মাধ্যমে গোটা রাজ্যে এক নজির সৃষ্টি করল কামারহাটির সিপিআইএম।