এই মুহূর্তে জেলা

রামনবমী উপলক্ষে কুমারী পুজো আদ্যাপীঠ মন্দিরে।


উঃ২৪পরগনা, ৩০ মার্চ:- রামনবমী উপলক্ষে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠে প্রতি বছরের মতো এ বছরেও ২০০০ কুমারী পূজা অনুষ্ঠিত হলো মহা সারম্বরে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কুমারীদের দেবী রূপে আরাধনা করলেন সাধারণ মানুষ।

কথিত আছে ১৩২৭ সালে চৈত্র মাসের রামনবমী তিথিতে অন্নদা ঠাকুর প্রথমে কুমারী পূজা শুরু করে এই আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গনেই। সেই থেকে প্রতিবছরই মহাসমারোহে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ চৈত্র মাসের নবমী তিথিতে কুমারী পুজো অনুষ্ঠিত হয়।